স্টাফ রিপোর্টার
প্রিয় গাজীপুর মহানগরের ৪৬ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা,অভিনন্দন ও মোবারকবাদ জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত ও সফল কাউন্সিলর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম নুরু।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় মোঃ নুরুল ইসলাম নুরু বলেন গত ২৪শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার থেকে বাংলাদেশে মাহে রমজান শুরু হয় । রহমত, মাগফিরাত ও ফজিলত নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় মহান আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।
পবিত্র রমজান মাস সারাদিন রোজা রেখে এবং আল্লাহর দেয়া আদেশ - নিষেধ মান্য করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সব থেকে উপযুক্ত সময়।
তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানান প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। পবিত্র রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান। আল্লাহ আমাদের সবাই কে ৩০টা রোজা রাখার তৌফিক দিন এবং সকল সংকট থেকে আমাদের হেফাজত করুণ- আমিন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]