এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে অসামাজিক কার্যকলাপের অপরাধে নারীসহ তিন জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে বিরামপুর পৌরশহরের পূর্বজগন্নাথপুর (সাহেবপাড়া) মহল্লার এক বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। উক্ত কারাদণ্ড প্রাপ্তরা হলেন,পৌরশহরের (কলেজপাড়া) এলাকার শহিদুল সরকারের ছেলে পলাশ(৩৫) কে ২০ দিন,পূর্বজগন্নাথপুর সাহেবপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম(২৯) কে ২০ দিন ও মাহমুদপুর এলাকার মৃত শফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা (৪৫) কে ১মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: db71pratidin@gmail.com