স্টাফ রিপোর্টারঃ জেড এইচ সিদ্দিকী
বিপিডিসি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী বলেন, সারা বিশ্বে বিভিন্ন মহামারী, দূর্যোগের সময় আমাদেরকে ডাক্তারগণ মাথার ছাতার মতো ছায়া দিয়ে এসেছেন, আজ বিশ্ব ডক্টরস্ ডে উপলক্ষে আমাদের শুভেচ্ছা জানানো ছাড়া দেবার মতো কিছুই নেই। তাই বিপিডিসি কেন্দ্রীয় কমিটির ও পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ এই দিবস উপলক্ষে আমাদের গুরুজনদের কাছে আমার পল্লী,ডিপ্লোমা, প্যারামেডিক চিকিৎসক ভাইয়ের পরিবারের পেটের আহার, অসুস্থ্যতায় সু-চিকিৎসা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছেলে মেয়ের লেখা পড়ার খরচ যোগাতে ব্যার্থ ভাইদের জন্য আপনাদের একান্ত মানবিক সহযোগিতা কামনা করছি, আপনারা বিএমডিসি ২০১০ আইনের হাত হতে আমাদের মুক্তি দিন, আমরা বারো থেকে তেরো লক্ষ পল্লী চিকিৎসক কর্মহীন হয়ে পরেছি, তাই আমরা কর্ম চাই, আমরা সমাজের অভিশাপ হতে মুক্তি চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই, পল্লী, ডিপ্লোমা ও প্যারামেডিক চিকিৎসকের স্বীকৃতি চাই, আমাদের একটা ডাক নাম চাই।
সকল ডিপ্লোমা,প্যারামেডিক ও পল্লী চিকিৎসক পরিবারের পক্ষে
মোঃ জিয়াউল হক সিদ্দিকী
মহাসচিব
বিপিডিসি কেন্দ্রীয় কমিটি ঢাকা, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]