সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ সার বিতরণ।
সুন্দরগঞ্জে চলতি অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফসি আউস ও পাট ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুাষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন প্রমূখ । উল্লেখ্য, ক্ষুদ্র ও প্রান্তিক চাষির ৪ হাজার ২০০ জনকে পাট বীজ ও ৪ হাজার ৫০০ জনকে আউস ধানের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষাবাদের সার-বীজ দেয়া হয়।