এসএম জুবায়ের হোসেন দুলাল,পার্বতীপুর প্রতিনিধি:
অদৃশ্য শক্তির চাপের মুখে পার্বতীপুর পৌরসভা শহীদ মিনার এলাকায় একটি স্থাপনা ভেঙ্গে দেন পৌরসভার দায়িত্বশীলরা । ঘটনা টি ঘটেছে গত ২৭ শে মার্চ দুপুর ১২টায় পার্বতীপুর শহীদ মিনার এলাকায়।
স্থাপনা নির্মাণকারী ব্যক্তি আর কেউ নয়, ভূমিহীন ক্রাইম রিপোর্টার আবু সাইদ।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে গেলে দেখা যায় পৌরসভার দায়িত্বশীলরা স্থাপনাটি ভেঙ্গে উটিয়ে অন্যত্র বসিয়ে রাখেন।
এ বিষয়ে ভূক্তভুগী আবু আবু সাইদ বলেন পার্বতীপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় আমার এই স্থাপনাটি ছিলো। সেখানে আরো ১২৭টি স্থাপনা রয়েছে। আমি ৪৫ বছর যাবৎ পৌর কর পরিষদ করছি। যাহার হোলডিং নং-০৬১৬-০০ ।
তিনি আরো বলেন, আমার স্থাপনাটি পুনরায় না বসানো হলে আমি ও আমার পরিবার স্থাপনার সামনে অনশন করবো
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]