কমরেড স্বপন, দিনাজপুর প্রতিনিধিঃ
চোঁখ বেঁচে থাক চোঁখের আলোয় এই প্রতিপাদ্য রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ৩নং রামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর অজয় সরকার(এজিএম) কর্তৃক আয়োজিত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ মার্চ) বুধবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে কার্যক্রম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি বাবু তবনী কান্ত রায় , কুমার পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হায়দার আলী , ৩নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী।
সার্বিক সহযোগিতায় অজয় সরকার (এজিএম) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।