সুমন মিয়া অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় দেওয়ানবাগ দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়, ক্যালেন্ডার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলা দেওয়ানবাগীর দল এর সংগঠনের কর্মীরা। তারা বলেন আমরা অষ্টগ্রাম উপজেলায় পথচারীদের মাঝে,বিভিন্ন সরকারি অফিসগুলোতে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অষ্টগ্রাম বড়বাজার ব্যবসয়ীদের ও থানায় গিয়ে আমরা ক্যালেন্ডার বিতরণ করেছি। এই ব্যাপারে কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক আশেকে রাসুল লিটন লস্কর সাহেব জানান,আমরা অতীতেও আল্লাহর মহান বন্ধু মোহাম্মদী ইসলামের পূর্ণজীবনদানকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব - এ - খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাহি এর শিক্ষা অনুযায়ী পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার ও ইফতারি বিতরণ করেছি, আর বর্তমানে দেওয়ানবাগী হুজুরের ওফাতের পরে তার সুযোগ্য উত্তরসূরী মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরত - এ - খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের নির্দেশে,বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ও উপজেলায় এবং বহি বিশ্বে ক্যালেন্ডার বিতরণ ও ইফতার বিতরণ এর কার্যক্রম চলছে তারই ধারাবাহিকতায় আমরা কিশোরগঞ্জের প্রত্যেকটি উপজেলায় ক্যালেন্ডার বিতরণ করেছি ও ইফতারী বিতরণ করব ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]