মোঃ সোহাগ রহমান সুজন ,
স্টাফ রিপোর্টার নওগাঁ:
নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আব্দুল্লাহ আল মামুন (কাজল) নামে এক কাঠ ব্যবসায়ী গুরুতর রক্তাক্ত জখম করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান হামলাকারীরা। গত শনিবার (২৫ শে মার্চ) উপজেলার ১নং ভারশোঁ ইউপির চৌবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ আল মামুন (কাজল) উপজেলার চৌবাড়ীয়া বাজার এলাকার মৃত নজিবুর সাহা এর ছেলে বলে জানা যায়।
অপরদিকে প্রতিপক্ষ হামলাকারীরা হলেন, আলতাজ উদ্দিন, আবুল হোসেন, আতাউর রহমান, সর্বপিতা মৃত লহির উদ্দিন। এবং আবুল হোসেনের ছেলে শিশির হোসেন, ও সিরাজ হোসেন ছেলে রিপন হোসেন ও রাজিব হোসেন।
ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন (কাজল) জানান, ঘটনার দিন মাগরিবের নামাজ শেষে চৌবাড়ীয়া বাজারের হোসেন আলীর চায়ের দোকানে চা খেতে গেলে, সন্ত্রাসী আলতাজ গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে আমার কাছে থাকা ব্যবসায়িক ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে মুমূর্ষ অবস্থায় রেখে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তবে প্রতিপক্ষের আলতাজ উদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি মারপিটের সত্যতা স্বীকার করে বলেন, আমার ভাই আবুল হোসেন কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে চায়ের কাপ দিয়ে আব্দুল্লাহ আল মামুন (কাজলকে) মারধর করে। আলতাজের কাছে প্রশ্ন ছিল আপনি চাঁদার টাকা না দেওয়ায়, কাজলেকে মারপিট করেছে। এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন আপনার যা খুশি লেখেন বলে ফোন কেটে দেন।
এ ঘটনায় আহত আব্দুল্লাহ আল মামুন (কাজলের) ছেলে সজল বাদী হয়ে ২৭/০৩/২৩ইং তারিখে মান্দা থানায় একটি মামলা করেন। কিন্তু ভুক্তভোগী পরিবারের দাবি আসামিরা মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি প্রদানসহ প্রকাশ্যে ঘুরে বেড়ালো পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেন না।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম রেজা জানান, ওই ঘটনাই ইতিমধ্য মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]