নব নির্বাচিত রাষ্ট্রপতিকে বিপিডিসি মহাসচিব এর অভিনন্দন
স্টাফ রিপোর্টার জেড এইচ সিদ্দিকী ঢাকা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও নির্যাতিত নিপীড়ন পল্লী, প্যারামেডিক্স ও ডিপ্লোমা চিকিৎসকদের একমাত্র আস্থাভাজন সংগঠক ডিপ্লোমা চিকিৎসক জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী আজ এক অভিনন্দন বার্তায় নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মোঃ সাহাবুদ্দিন এর রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নব নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। বিপিডিসি'র মহাসচিব
আশা প্রকাশ করে বলেন, আমার বারো লক্ষ পল্লী, প্যারামেডিক্স ও ডিপ্লোমা চিকিৎসকগণের কোনো নাম না থাকায় বিভিন্নজন বিভিন্ননামে তাদের আত্মপ্রকাশ করেন যা অনেক সময় বিএমডিসি আইন ২০১০ এর পরিপন্থী হয়, যাতে করে কাহারো কোনো সমস্যা নাহয় তাই আমাদের নিবন্ধনের আওতায় এনে একটা নাম, একটা পরিচয় প্রদান করবেন, যাতে করে আমার বারো লক্ষ পল্লী, প্যারামেডিক্স ও ডিপ্লোমা চিকিৎসক ভাইয়েরা নির্দ্বধায় নির্বিঘ্নে তাদের পেশাগত দ্বায়িত্ব পালন করে তাদের পরিবারের মুখের আহারের যোগান দিতে পারেন। এবং তিনি আরও আশা পোষন করেন, যাতে করে আমার সকল চিকিৎসক ভাইয়েরা সকল দুর্যোগের সময় জানপ্রাণ দিয়ে দুর্যোগ মোকাবেলায় করতে পারেন সেজন্য সবধরনের সহায়তা করবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]