নীলফামারীতে আইনগত সহায়তা দিবস পালিত
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
সারাদেশের ন্যায় নীলফামারীতে ও পালিত হলো জাতীয় আইন সহায়তা দিবস ২০২৩। আজ শুক্রবার সকালে নীলফামারী জেলা দায়রা জর্জ আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটি নীলফামারী ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে র্যালী , আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা ও র্যালী শুরুর আগে নীলফামারীর বিঙ্গ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল করিম, আমন্ত্রিত অতিথি পঙ্কজ ঘোষ, জেলাপ্রশাসক নীলফামারী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,, জেলা পুলিশ সুপার নীলফামারী সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ফ্লাইং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস এর সুচনা করেন ও বর্ণাঢ্য একটি র্যালী বের করেন। র্যালীটি জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে নীলফামারীর পৌর মার্কেট প্রদক্ষিণ করে পূর্ণরায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীটি শেষে মোহাম্মদ মাহমুদুল করিম, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিঙ্গ জেলা দায়রা জজ নীলফামারী এর সভাপতিত্বে আদালত প্রাঙ্গণে একটি আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ , জেলা প্রশাসক নীলফামারী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পুলিশ সুপার নীলফামারী, সাইফুল ইসলাম বিঙ্গ চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট নীলফামারী, ডাক্তার মোহাম্মদ হাসিবুর রহমান সিভিল সার্জন নীলফামারী, মোহাম্মদ দেওয়ান কামাল আহমেদ মেয়র নীলফামারী পৌরসভা ও সভাপতি ম্যাব, মমতাজুল হক সভাপতি জেলা আইনজীবী সমিতি, মোহাম্মদ আলিম উদ্দিন বসুনিয়া জিপি নীলফামারী, অক্ষয় কুমার রায় সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি নীলফামারী ও পিপি নীলফামারী সহ জেলার বিভিন্ন সরকারি , বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা গণ স জেলার সকল শ্রেণী পেশার মানুষ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]