পলাশবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে
উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে (২৯ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনের নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
স্থানীয়রা জানান,পলাশবাড়ী পৌর এলাকার বাড়াইপাড়া গ্রামের রবিউল মিয়া নামের এক কৃষকের ৩৮ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় রবিউল মিয়া বলেন, মাত্র ৩৮ শতক জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। পলাশবাড়ী
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন এ খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন,শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না সেখানে ঝাঁপিয়ে পড়বো।
শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।