শার্শায় মাইক্রোবাসের চাপায় শিশু মৃত্যু
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
প্রতিনিধি : যশোরের শার্শায় মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী মেহেদী হাসান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকাল ০৫টার সময় শার্শা-কাশিপুর সড়কের ডিহি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান, শিশু মেহেদী হাসান বাড়ী থেকে সাইকেল যোগে পাকশিয়া বাজারে আসার সময় ডিহি নামক স্থানে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে শিশুটি সাইকেল থেকে পড়ে গিয়ে মাইক্রোবাসের চাকার নিচে পড়ে। এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করে রেখেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]