বিরামপুরে বাক প্রতিবন্ধী ছেলে হারিয়ে যাওয়ায় অসহায় মায়ের কান্না
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে বাক প্রতিবন্ধী মোয়াজ্জেম হোসেন হারিয়ে যাওয়ায় এক অসহায় মায়ের কান্নায় ভেঙে পড়েছেন বলে জানা যায়। বিরামপুর উপজেলাধীন ৪ নাম্বার দিওড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের বুজরুক বাইশিরা (নলিয়া পাড়ার) মৃত,মোকসেদ আলীর বাক প্রতিবন্ধী ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) হারিয়ে যায়।
এ বিষয়ে বাক প্রতিবন্ধী মোয়াজ্জেম হোসেনের মায়ের নিকট জানতে চাইলে তিনি বলেন ২৫শে এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে যায় আর বাড়িতে ফিরে নাই এ বিষয়ে স্থানীয় আত্মীয়-স্বজনের বাসায় বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যায় নাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন। উক্ত বাক প্রতিবন্ধী মোয়াজ্জেম হোসেন তার বাড়ি হইতে বিরামপুরে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। আর তাকে খুঁজে পাওয়া যায় নাই। এই মর্মে মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা রাব্বানী মাতা জমিলা বিবি তার মামা বিরামপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। উক্ত বিরামপুর থানা জিডি সূত্রে জানা যায়,বাক প্রতিবন্ধী মোয়াজ্জেম হোসেন গত মঙ্গলবার ২৫শে এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় হতে রোজ শুক্রবার ২৮শে এপ্রিল ২০২৩ রাত ৮ঃ০০ ঘটিকার সময়ের মধ্যে বিরামপুর থানাধীন দিওড় ইউনিয়ন বুজরুক বাইলশিরা থেকে তার ভাগ্নে নিখোঁজ হয়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন-০১৩২৯-০৫৫ ২১৭ ।
এ বিষয়ে স্থানীয় বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার জিডি নং-১৪৮০,তারিখ ২৮শে এপ্রিল ২০২৩।