মোঃ সুমন, স্টাফ রিপোর্টারঃ
: মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় পদুুয়ার হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে এ ইফতার বিতরণ করা হয়।
পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ও চট্টগ্রাম মহানগর মাতপস ওয়ার্ল্ডের কো-কোর্ডিনেটর সাংবাদিক মো. ইদ্রিছ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, মাতপস ওয়ার্ল্ড রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, মাতপস ওয়ার্ল্ড তিন পার্বত্য জেলার সমন্বয়ক সাংবাদিক মো. সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মতিউররহমান,বিশিষ্ট মানবাধিকার কর্মী মো. লোকমান, জামাল সওদাগর,পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শওকত, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা বেগম ও মানবাধিকার নেত্রী নুর বেগম প্রমুখ।
এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্য, গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, আমরা সবসময়ই চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। এইর ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছি। আমি যতদিন বেঁচে থাকবো, গরিব দুঃখী, অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এই কার্যক্রম সম্পর্কে মাতপস ওয়ার্ল্ড রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. ইদ্রিছ বলেন, পবিত্র রমজান মাসে এই কার্যক্রম বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত।আমাদের মানবতা কর্মীরা যতদিন বেঁচে থাকবো, গরিব দুঃখী, অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]