আবু হাসান গাজীপুর প্রতিনিধ
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন পদপ্রাপ্তি হিসেবে ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাউন্সিলর পদপ্রার্থী,প্রার্থীদের পক্ষে বিপক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট কে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে টঙ্গীতে ৪৬নং ওয়ার্ডে ৫ থেকে ৬ জন কাউন্সিলর পদপ্রার্থী তাদের সমর্থন কর্মীদের নিয়ে,একমুদি ব্যবসায়ীর উপর হামলা করার অভিযোগ পাওয়া গিয়েছে,এই ঘটনা টঙ্গী পূর্ব থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । ভুক্তভোগী জানান গত ৩১ শে মার্চ ২০২৩ ইং শুক্রবার দুপুর আনুমানিক ৩ ঘটিকার নির্বাচনী প্রচারে না যাওয়ার কারনে আমাকে দোকানে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে আমার ডাক চিৎকার লোকজন এগিয়ে আসলে হামলা করিয়া দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় । এই ঘটনায় আমি ন্যায়বিচার চেয়ে টঙ্গি পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা হলেন, ১। মোঃ লিটন মাহাজন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সভাপতি টঙ্গী পূর্ব থানা মটর শ্রমিকলীগ, ২। মোঃ কাইয়ুম সরকার আহ্বায়ক সদস্য আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর, ৩। মোঃ আলী হোসেন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন, ৪। মোঃ মশিউজ্জাম বাবলু ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন, ৫। মোঃ জাকির হোসেন, ৬। মোঃ শহিদুল ইসলাম, সর্ব সাং- শৈলারগাতী হিমারদীঘি, থানা- টঙ্গী পূর্ব,জেলা-গাজীপুর।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরজমিন ঘুরে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লেখা কে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এক পর্যায়ে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]