পুড়িয়ে হত্যার ২৮ বছর পর রায়, ৩ জনের যাবজ্জীবন
বার্তা বিভাগঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পূর্বশত্রুতার জেরে আব্দুল হক নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার ২৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া তাদের তিনজনকে একই মামলার অন্য একটি ধারায় (পেনাল কোড ৪৩৬/৩৪) ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই ভোজুপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিন শাহের ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহের ছেলে হামিদুল হক এবং একই এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন। তাদের উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় ১৯৯৫ সালের ৫ এপ্রিল আব্দুল হকের ঘরে আগুন লাগিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেন ওই তিন আসামি। এতে পুড়ে মারা যান ঘরে থাকা আব্দুল হক এবং তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন।
এ ছাড়া ওই তিনজন আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের ঘরের দরজাও বাইরে থেকে আটকে দিয়ে অগ্নিসংযোগ করেন। ঘটনার পর দিন হত্যা ও অগ্নিকাণ্ডের অভিযোগে নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ তাদের তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় ২৮ বছর পর আজ এ রায় দিলেন আদালত।
দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]