যশোরে তিয়ানশি অফিস কক্ষে কোম্পানির বিভিন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ইমাদুল শেখ, যশোর জেলা ( প্রতিনিধি )
''প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম! এই স্লোগানকে সামনে রেখে যশোরে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড অফিস কক্ষে স্বাস্থ্য ও মার্কেটিং এবং কোম্পানি বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩রা এপ্রিল) দিনব্যাপী যশোর তিয়ানশি কোম্পানি অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড যশোরে ৭ স্টার হাফেজ আরশাফ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তিয়ানশি কোম্পানি লিমিটেডের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন, তিয়ানশি ( বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটার জনাব মোঃ আব্দুর রহিম খান। এই সময় তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর স্বাস্থ্য ও মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করেন, ৮ স্টার জনাব মোঃ আব্দুল গফুর, ৭ স্টার পলাশ কুমার দাস, ৭স্টার আবুবক্কার, ৭স্টার ফারুক হোসেন, ৭স্টার জামাল হোসেন, ৭ স্টার আবু সাঈদ। অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটারা। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য আরও বলেন, তিয়ানশি পণ্য সরাসরি চীন থেকে পরিচালিত তিয়ানশি কোম্পানি পণ্যগুলো কোন ওষুধ নয়। এগুলো মূলত বিশ্বমানের প্রাকৃতিক ফাংশনাল ফুড। প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে এগুলো খাওয়া ও ব্যবহার করা যায়। তবে তিয়ানশির পণ্যসমুহ স্বাস্থ্য খাদ্য পণ্য যা কোন ঔষধ বা মেডিকেল সামগ্রী নয়। রোগী বা অসুস্থ ব্যাক্তিরা চাইলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে তিয়ানশি প্রাকৃতিক সাস্থ্য সম্পুরক খাদ্য পণ্য গ্রহন করার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন বলে জানাযায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]