পলাশবাড়ীতে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল পাটবীজ বিতরণ
মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল রবি-১ জাতের পাটবীজ বিতরণ করা হয়েছে।
৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এসব বীজ বিতরণ করা হয়।
বিতরণের উদ্বোধন করেন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
উপস্থিত ছিলেন,উপজেলা পাট কর্মকর্তা খোকন সরেন। তিনি বলেন, পাট পণ্যের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মান’ এই উপপাদ্যকে সামনে রেখে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সে লক্ষে আজ ২৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৩ হাজার চাষীকে এ বীজ বিতরণ করা হবে।