পলাশবাড়ীতে প্রসুতি ও নবজাতককে চিকিৎসার নামে হত্যার অভিযোগে অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি, বেতন ভাতা বন্ধ! তদন্ত কমিটি গঠন
মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:
পলাশবাড়ীতে প্রসুতি মা ও নবজাতককে চিকিৎসার নামে বাসায় নিয়ে গিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত নার্স আমেনা বেগম ঝর্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: কর্মকর্তার কার্যালয়ের স্মারক নং:-উপ: জে:স্বাস্থ্য: কম:/পলাশ:/গা:/২০২২-২০২৩/৫২৯/০৯ মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পত্রে ডা: সাবরিনা পারভীন সভাপতি ডা: জাকিয়া সুলতানা ডা: আফরুজা খানম,নাছিম সুপারভাইজার, ইসরাত জাহান মনিরা মিড ওয়াইফ ও ডা: রাহাত আল আল রাজীব আবাসিক মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
সেই সাথে সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম ঝর্নাকে কর্মস্থল হতে সাময়িক অব্যাহতি প্রদানসহ বেতন ভাতাদি বন্ধ রাখা হইল।
উল্লেখ্য ৩ এপ্রিল ২০২৩ জনস্বার্থে বাদি হয়ে পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]