চিরিরবন্দরে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পূবালী ব্যাংক লিমিটেডের ১৪৭তম উপশাখা হিসেবে চিরিরবন্দর উপশাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী ও জহুরা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুর হান্নান।
ব্যাংকের দিনাজপুর জেলার শাখা ব্যাবস্থাপক বদরুল ইসলামের সভাপতিত্বে আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ, চিরিরবন্দর ব্যাবসায়ী বনিক সমিতির সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মান্নান শাহ্, চিরিরবন্দর উপজেলার অন্যতম ব্যাবসায়ী নূর আমিন শাহ্, ঘুঘুরাতলী ব্যাবসায়ীক সমিতির ক্যাশিয়ার ডাঃ এনামুল হক, চিরিরবন্দর বাজাজ মার্ট এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যাবসায়ী শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোমান সরকার সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]