অগ্নিঝরা মার্চ
- শাহনেওয়াজ শাহ্
রক্তঝরা মার্চ এক অগ্নিঝরা ইতিহাস
বাঙালির বিষাদ বেদনার রক্তঝরা মার্চ।
বাংলা মায়ের ধামাল ছেলে দিয়েছে প্রাণ
রক্ত দিয়ে নাম লিখেছে বাংলাদেশের নাম।
বীর বাঙালি অস্ত্র হাতে জীবন ধরল বাজি
স্বাধীনতার জন্য তারা মরতে হলো রাজি।
বীর বাঙালির গর্জন আর দেখে বুকের তেজ
পাকিস্তানি হানাদার বাহিনী পালায় গুঠিয়ে লেজ।
মুজিব দিল ৭ মার্চে মুক্তিযুদ্ধের ডাক
বেড়িয়ে পড়ো রুখতে এবার হায়েনাদের হাঁক।
শক্ত হাতে জবাব দিব পিঠ ঠেকেছে দেয়ালে
সইব না আর অবিচার রুখব এবার কড়া হাতে।
শত আঘাত সয়েছি আর মানব না অপমান
দেশের মান রাখতে গিয়ে গেলে যাক প্রাণ।
মা বোনের সম্ভ্রম রাখতে জীবন দিব অকাতরে
দশের তরে দেশের তরে লড়ে যাব আমরণ।
বাঙালি জাতি কখনো মাথা নত করেনি
হুংকার দিয়ে জয় করেছে শত্রুদের ছাড় দেয়নি।
শাসন শোষণ রোধ করে স্বাধীন করেছে দেশকে
আমৃত্যু লড়ে যাব বাঁচাতে মা, মাটি ও মাতৃভূমিকে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]