বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে বিপিডিসির শোক প্রকাশ
মোঃ জেড এইচ সিদ্দিকী
স্টাফ রিপোর্টার, ঢাকা।
বিপিডিসি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী বলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন চাচা আজ আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমরা বিপিডিসি পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল বুধবার সুন্দরগঞ্জ উপজেলা জামে-মসজিদে বাদ-যোহর অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন চাচার মৃত্যুতে শুধু চাচার পরিবার নয়, আমরাও হারাইলাম একজন মহান মনের অধিকারী অবিভাবকে। তাই আমি সবার কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।