কিশোরগঞ্জের অষ্টগ্রামে নতুন এসিল্যান্ডকে বরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় যোগদান করেছেন নতুন সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মনীষা আহমেদ। তিনি অষ্টগ্রাম উপজেলার ইতিহাসে এই প্রথম নারী এসিল্যান্ড হিসেবে যোগদান করেন, অষ্টগ্রামে যোগদানের পূর্বে গাজীপুরে সহকারী কমিশনার হিসেবে ডিসি অফিসে কর্মরত ছিলেন। মনীষা আহমেদ তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬ তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট।
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) অষ্টগ্রাম উপজেলায় যোগদান উপলক্ষ্যে নবাগত এসিল্যান্ডকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল তোরা দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন-অর-রশিদ ও অষ্টগ্রাম উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারী গণ মনীষা আহমেদ জানান অষ্টগ্রামে এসে আমার খুব ভালো লেগেছে যতদিন অষ্টগ্রামে আছি ততদিন অষ্ট গ্রামবাসীর নিষ্ঠার সাথে সেবা করে যাব ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]