রংপুরে টেকনিশিয়ান ছাড়াই চলছে মেয়াদ বিহীন উৎপাদন।
রিয়াজুল হক সাগর, রংপুর
৫ এপ্রিল বুধবার সকালে রংপুরের মীরগঞ্জ ও দেওয়ানটুলী এলাকায় অবস্থিত প্রাইড ফডস এবং জমজম ফিড মিলে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়। এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)। তাকে দাপ্তরিক ভাবে সহায়তা করেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন।
সেখানে প্রাইড ফডস এ গিয়ে তারা দেখতে পান যে,ঐ প্রতিষ্ঠান টি বিএসটিআই এর সিল মোহর নকল করে নিজেরাই লাচ্ছা সেমাই এর প্যাকেটে সিল মেরে বাজার জাত করে আসছে। নিম্নমানের লাল রং লাচ্ছা সেমাই ও বুন্দিয়া তে ব্যবহার করে আসছিল। এছাড়াও সেখানে সীমাহীন নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।এ সময় র্যাব-১৩ এর উপস্থিতিতে এক পিকআপ লাচ্ছা সেমাই জব্দ করে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন তিনি। ওদিকে জমজম ফিড মিলে তদারকি দল পৌঁছালে তারা দেখতে পান যে সেখানে ল্যাব টেকনিশিয়ান ছাড়াই উৎপাদিত হচ্ছে পশু খাদ্য এবং তাতে দেয়া হচ্ছে না কোন মেয়াদ ও খুচরা মূল্য। এরকম নানা অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠান টি কে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারার নগদ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন তিনি।
পুরো অভিযানে সহায়তা করে কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বইএফএসএ) এবং রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৩)।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]