পলাশবাড়ীতে ৬ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা
মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখার নিমিত্তে অদ্য বাজার মনিটরিং করা হয়। বাজার সংশ্লিষ্ট সবাইকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পণ্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য বিশেষ ভাবে নির্দেশনা প্রদান করা হয় এবং বিভিন্ন অপরাধে ছয় ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
৫ এপ্রিল বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট এসএম ফয়েজ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হোটেল ও (মুদি/গালামাল ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকতা এবং সার্বিক সহযোগিতা করে পলাশবাড়ী থানার একটি টিম,পলাশবাড়ী পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল তালুকদার মঞ্জু।
চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ।