কেশবপুর ছাএ ছাএীদের মাঝে ট্যাব এবং নগদ অর্থ বিতরণ করেনঃ এমপি শাহিন চাকলাদার
মোঃ ইমাদুল শেখ, যশোর জেলা প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে বুধবার বিকেলে নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করেন প্রধান অতিথি শাহীন চাকলাদার এমপি।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণির ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীকে ২৫২ টি ট্যাব প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তহিদ।