বিরামপুরে গাঁজাসহ আটক- ১
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -দিনাজপুর বিরামপুরে ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
বুধবার (০৫ এপ্রিল) রাত ৯ টার দিকে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের জনৈক আব্দুল লতিফ এর ছেলে মো.আহাদ আলীর বসতবাড়ির সামনে বিজুল সরকারপাড়াগামী কাঁচা মাটির রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে। উক্ত আটক সোলাইমান আলী (২৪) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গা গ্রামের মো.আনোয়ার হোসেনের ছেলে।
এবিষয়ে পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্তর নেতৃত্বে উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মনিরুজ্জামান ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান কারী দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সোলাইমান আলীকে আটক করেন। এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত জানান,আটককৃত আসামরি বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]