বিরামপুরে ৪৫০ গাঁজাসহ ব্যবসায়ী আটক
আর কে ওসমান আলী, দিনাজপুরঃ-
দিনাজপুরের বিরামপুরে ৪৫০ গ্রাম গাঁজা সহ
মোঃ আলম সরকার নামে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাত ১১ টার সময় উপজেলার দিওড় ইউনিয়নের মাগুরা পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর নিজ মুদিখানার দোকান থেকে তাকে আটক করে পুলিশ।
আটকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলম সরকার (৫৫) উপজেলা মাগুরা পাড়া গ্রামের মৃত তোরাব আলী সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্তর নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ আলম সরকারকে আটক করেন।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটককৃত আসামরি বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মামলা রুজু করে, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।