পলাশবাড়ী জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইফতার ও দোয়া মাহফিল এর আয়জন করা হয়
সাগর আহম্মেদ পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধিঃ
জান্নাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে কালিতলা একটি মাদ্রাসায় আজ শুক্রবার দ্বিতীয় ইফতার মাহফিল ও আল কোরআন মাজিদ বিতরণ করা হয়। উক্ত ইফতার মাহফিল ও আল কোরআন মাজিদ বিতরণে সার্বিক সহযোগিতা করেন:
শেখ মুনজুর হসান মুন,ইবরাহিম তালুকদার রুবেল,অমিত হাসান সরকার,গোলাম মোর্শেদ মাছুম, মোঃশফিক ইসলাম ও শেখ শাহীদ আফ্রীদি।
ইফতার আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন:মোঃজাহাম্গীর আলম,তানভীর ওয়ালিদ শাওন,অমিত হাসানসহ আরও অন্যান্যরা।
উক্ত ইফতার আয়োজন নিয়ে সংগঠনের সদস্যদের সাথে কথা বললে তারা জানান ইনশাআল্লাহ এই রমজানে আমাদের ইফতার মাহফিল চলমান থাকবে।
পরিশেষে, জান্নাত ফাউন্ডেশন (একটি সামাজিক সেবামূলক সংগঠন) সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তার সবটুকু দিয়ে।
সংগঠনের সভাপতির সাথে কথা বললে তিনি জানান সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি কারন আমাদের এটা অরাজনৈতিক সংগঠন। তাই আমাদের কোন পুজি নাই।চাইলে সবাই আমাদের সাথে অংশগ্রহন করতে পারেন।
বিগত দিনে দেখা গেছে জান্নাত ফাউন্ডেশন করোনা কালে মাঠে থেকে মানুষের বিভিন্ন সেবামূলক কাজ করেছে।
পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাত ফাউন্ডেশনের শাখা ছড়িয়ে পড়েছে।তাদের একটাই লক্ষ সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের সেবা করা।তাছাড়াও তাদের বিশাল বড় একটা শাখা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজ করে থাকে।
জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সহসভাপতি শেখ মুনজুর হাসান বলেন আমি সবসময় আমার জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছি।