ডিমলায় যুবদলের কর্মী সমাবেশ ।
মোঃ আব্দুল হামিদ সরকার
(নীলফামারী)প্রতিনিধি।
যুব,ঐক্য, প্রগতি যুবদলের মূলনীতি। এই স্লোগানকে সামনে রেখে ৭ই এপ্রিল ২০২৩ইং নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন শাখার উদ্যেগে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউজ্জামাল রানা,সাধারণ সম্পাদক ডিমলা উপজেলা শাখা। উদ্ভোদক সহিদুল ইসলাম সেলিম, আহবায়ক ডিমলা উপজেলা শাখা। বিশেষ অতিথি, গোলাম রাব্বানী প্রধান, সাধারণ সম্পাদক ডিমলা উপজেলা শাখা। রেজাউল ইসলাম, আঃ জব্বার, আবুবক্কর সিদ্দিক, সকল যুগ্ন আহবায়ক ডিমলা উপজেলা শাখা যুবদল।
প্রধান বক্তা, আশিকুল ইসলাম লেমন,বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতিত্ব লাভ করেন, আবু হোসেন লেলিন। ভোটাভোটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, জামিনুর রহমান জীবন, যুবদল নাউতারা ইউনিয়ন শাখা। আয়োজনেঃবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাউতারা ইউনিয়ন শাখা ডিমলা নীলফামারী।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]