দিনাজপুরের ছওয়াব’র অর্থায়নে খাদ্য প্যাকেজের
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও সদর।
মামুনুর রশিদ, নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম বলেছেন, পবিত্র সিয়াম সাধনার মাসে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। পবিত্র মাসে ধনী-গরিব একে অপরের সহায়ক হিসেবে আমরা কাজ করে যাবো। গরিব, দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষেরা আমাদের সমাজেরই মানুষ। তাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমাদের সকলের।
৮ এপ্রিল শনিবার অরাজনৈতিক ও সেবামূলক মহতি সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ ‘ছওয়াব’-ঢাকা এর অর্থায়নে এবং সরাসরি সার্বিক তত্ত্বাবধায়নে ও স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা সাধনা মহিলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় বালুয়াডাঙ্গা শিক্ষা দপ্তর সংলগ্ন গুরু ট্রেনিং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাজের সুবিধা বঞ্চিত গরিব, দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী দুইশ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান ফুড প্যাকেজ-২০২৩ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ‘ছওয়াব’-ঢাকার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবলম্বন সংস্থার সভাপতি আশরাফুল আলম, আরডিও সংস্থার সভাপতি মোঃ রায়হানুল ইসলাম ও শিক্ষা দপ্তর সংলগ্ন গুরু ট্রেনিং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দার্দিনেওয়াজ সুলতানা। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সুবিধা বঞ্চিত দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক বৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]