দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের কাজে ব্যাপক অনিয়ম।
আশিক, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহসড়কের পাশে ড্রেন ও বাস বে নির্মাণে ব্যপক অনিয়ম অভিযোগ পাওয়া গেছে। এসব নির্মাণে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারনে স্বজনপ্রীতি ও ব্যপক বানিজ্য চলছে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিনে দেখা গেছে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে বাস বে এবং ড্রেণ নির্মাণ চলছে। এসব নির্মাণ করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একজন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ গত ৯ জানুয়ারী গণ বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিনের মধ্যে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়। এলাকাবাসীর অভিযোগ সড়ক ও জনপথ ড্রেন ও বাস বে নির্মাণের কাজ শুরু করলে কোন প্রকার ম্যাজিষ্ট্রেট না নিয়ে তাদের জায়গায় থাকা অবৈধ স্থাপনা সরানো নিয়ে গোপন আঁতাত শুরু করে। সড়ক ও জনপথ বিভাগ বিভিন্ন মাস্টার রোলের কর্মচারীর নামে বিভিন্ন উপজেলায় দালাল নিয়োগ করে। যারা সড়ক ও জনপথের সাথে মোটা অংকের টাকা দিতে পেরেছে তাদের অবৈধ স্থাপনায় হাত দেওয়া হয়নি। যার কারনে দেখা গেছে সড়ক ও জনপথের ব্যপক জায়গা থাকার পরেও অবৈধ স্থাপনার মালিকদের সাথে গোপন আঁতাতের কারনে ড্রেনগুলো সাপের মতো আঁকা বাকা হয়েছে। এলাকার সচেতন মহল বলছে ড্রেনগুলো আঁকাবাকা হওয়ার কারনে পানি নিষ্কাশন হবেনা। এছাড়াও ড্রেন ও বাস নির্মাণে ব্যপক অনিয়ম দুর্নীতি চলছে। এসব নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আজিজ জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কটি দেখা শুনা করেন উপবিভাগীয় প্রকৌশলী পার্থ কুমার। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেনা।
এ বিষয়ে পার্থ কুমার সাহার সাথে বারবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]