হারাগাছ সাহিত্য সংসদের ইফতার ও ১৮তম সাহিত্য আসর অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুর
হারাগাছ সাহিত্য সংসদ-এর সভাপতি কবি দিলগীর আলমের সভাপতিত্বে ১৮তম সাহিত্য আসর ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ইতিহাসবিদ আবুল কাশেম মাস্টার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা কবি ও নাট্যকর্মী আতাউল করিম অতুল, অন্যতম উপদেষ্টা হারাগাছের বরেণ্য সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন ডালু, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা আহসান হাবীব শাহজাহান মাস্টার, উপদেষ্টা নুরল আমিন মাস্টার, উপস্থিত ছিলেন উপদেষ্টা গীতিকার, সুরকার ও শিল্পী সুলতান আহমেদ, জনাব আমিরুল ইসলাম, শিশু সাহিত্যিক মোকাদ্দেস আলী রাব্বী, সংগঠক ও সংস্কৃতিকর্মী মিয়া মামুন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সাহিত্যকর্মী মাসুম মোরশেদ, কবি তাপস মাহমুদ, মনিরুজ্জামান কিরণ, কবি মমিনুর রহমান, কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, কবি ফরহাদুজ্জামান ফরহাদ, কবি এমআই শাওন, আমিনুর রহমান সুমন, কবি তাপসপুত্র শামসুছ সালেহীন সাক্ষর, সঙ্গীত শিল্পী তারেক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন হারাগাছ সাহিত্য সংসদ-এর সম্পাদক কবি ও শিক্ষক ময়নুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]