চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু
নিরানন্দ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্র প্রশান্ত রায় (১৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক ৭ ঘটিকার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর কলেজ মোড় বাজারের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শিরা জানান, রংপুর থেকে দিনাজপুর গামী একটি মাল বোঝাই ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাই সাইকেলযোগে প্রাইভেট পড়তে আসা প্রশান্ত রায়ের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মুত্যু হয়।
নিহত প্রশান্ত রায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে ও সে আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ননী গোপাল বিষয়টি নিশ্চিত করেছেন। এবং এ সময় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ রেখেছিলেন উৎসুক জনতা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]