দিনাজপুরের পার্বতীপুরে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি ক্যাম্পেইন অনুষ্ঠিত।
সৈয়দঃশাহারিয়া আশিক, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইজিডিপি) আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে দাগলাগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত ক্যাম্পেইন এ ২নং মন্মথপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ আলি শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান।
এসময় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।