আমার জন্মভূমি
রাশেদুল ইসলাম
বাংলা আমার জন্মভূমি
জন্ম থেকো থাকি,
গুণের কথা যতোই বলি
থেকে যাবে বাকী।
ছোট বড় সবুজ গাছে
চারদিকই ভরা,
ধনী গরিব সবাই মিলে
চলছে দেশটা গড়া।
নেই যে কোনো ভেদাভেদ
হানাহানি ভুলে।
বিকাল বেলা আসছে সবাই
শাপলা শালুক তুলে।
বারো মাসে ছয়টি ঋতু
থাকে দু মাস করে,
ভিন্ন রকম ফসল ফলে
খাই যে বছর ভরে।
নদী পুকুর খালে বিলে
মাছের দেখা মিলে,
হরেক রকম পশু পাখি
দেখবে বনে গেলে।
সমুদ্রতে হাজার নৌকা
চলছে আপন বেগে,
তীরে এসে ভিড়ায় নৌকা
আকাশ দেখলে কালো মেঘে।