মৌ মধুবন্তী এর কবিতা
১.
ভাববিহার
যখন তুমি এক ঝাঁক অসভ্য হতে
আমি বিলাসিতায় ভেসে যেতাম
যখন তুমি চকচকে শ্যাওলা হতে
আমি উল্লাসে সোহাগী হতাম।
২.
ভুঁইফোঁড়
মাটি খুঁড়ে ফোটে ফুল
মনে ডাকে বুলবুল
আহা! সাদা-কালো-লাল
হবে চৌদ্দশ তিরিশ সাল
ড্যাফোডিল হলুদ মেখে গায়
নাচিয়ে মাথা সবুজ ডালে
কত কি যে গান তারা গায়।