বিরামপুরে ধানের ক্ষেত কীটনাশকে ধ্বংস কৃষকের কান্না
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে
ইরি ধানের ক্ষেত দুর্বৃত্তরা কীটনাশকে ধ্বংস করার অভিযোগ উঠেছে। আজ ১২ই এপ্রিল উক্ত অভিযোগে প্রেক্ষিতে উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভুক্ত পশ্চিম বৈদাহারের মৃত সাদিক আলীর ছেলে সিরাজুল ইসলামের ৫০ শতক ইরি ধানের জমিতে দুর্বৃত্তরা কীটনাশক দিয়ে পুড়ে দেওয়ার ঘটনা জানা যায়। জানা যায়,সিরাজুল ইসলাম পেশায় একজন প্রফেসর তিনি ব্যস্ত থাকার কারণে উক্ত ধানের জমিটি একই গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত দছির উদ্দিনের ছেলে মোঃ দবিরুল ইসলামের বরাবর বর্গা চাষী হিসাবে প্রদান করেন। উক্ত দবিরুল ইসলাম বর্গা চাষী কৃষক নিয়মিতভাবে উক্ত জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত দুই থেকে আড়াই মাস পূর্বে ইরি ধানের চারা রোপন করেন ৫০ শতক জমির উপর। উক্ত জমির ফসল আর কিছুদিনের মধ্যেই পরিপূর্ণতা পাওয়ার কথা। কিন্তু দুর্বৃত্তরা উক্ত ধানের জমিতে বিষাক্ত কীটনাশ ক ছেড়ে দেন ফলে উক্ত জমির পুরো ফসলের গাছগুলো পুড়ে যায়। এ বিষয়ে বর্গাচাষী দবিরুল ইসলাম জানান, গত ১০ই এপ্রিল সোমবার রাতের বেলায় দুর্বৃত্তরা তার লাগানো ইরি ধানের জমিতে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে দেয়। ফলে ৫০ শতকের সম্পূর্ণ জমির ধান পুড়ে যায়। এমনকি কাজগুলো সাথে আইলের ঘাঁস গুলোও পড়ে যায়। এতে করে তাহার বর্তমান ৪০ হাজার টাকার সমমান অপরনীয় ক্ষতি হয়ে যায়। এবিষয়ে জমির মালিক সিরাজুল ইসলাম বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার ডাইরি নং-৫৬৯/১১-০৪-২০২৩ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। উক্ত ডাইরি ভুক্ত একই মহল্লার সাক্ষীতে রয়েছে মোঃ দবিরুল ইসলাম (৬২) পিতা মৃত দছির উদ্দিন ও সোহরাবুল ইসলাম (৬৫) পিতা-মৃত খাদেম আলী। উল্লেখ্য,১০ এপ্রিল রাত্রি অনুমান ২ ঘটিকার সময় ধানঘরা মৌজার জেএল নং-১৫৩,
খতিয়ান নং-২৬১,দাগ নং-৪৪১,পরিমাণ ৫০ শতকের জমি। রোপনকৃত ইরি ধানের লাগানো চারার উপরে দুর্বৃত্তরা বিষাক্ত বিষ প্রয়োগ করেন। ফলে লাগানো ৫০ শতকের ইরি ধানের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়।
এবিষয়ে তিনি ঘটনা সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থার জোর দাবি জানান।