যশোরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক ২অস্বিকার করে যশোর পুলিশ
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
যশোরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। যদিও এ বিষয়ে পুলিশ কিছুই বলেনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, বুধবার যশোরে ছাত্রদলের খুলনা বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক যশোরে আসেন। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিমানবন্দরে যান তাদেরকে স্বাগত জানাতে। পুলিশ বিমানবন্দর থেকেই নেতাকর্মীদের হয়রানি শুরু করে। বিমানবন্দর থেকে ছাত্রদল নেতৃবৃন্দ জেলা বিএনপি অফিসের সামনে আসলে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছিল। দুপুর ১টার পর পুলিশ এসে সেখান থেকে রানা ও বাপ্পীকে আটক করে নিয়ে যায়। তবে, পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা