সুবর্ণচরে আবু বক্কর( রা.) হাফিজিয়া নূরানি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আবু বক্কর (রা) হাফিজিয়া নুরানি মাদ্রাসায় গত১২ এপ্রিল ( বুধবার) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লীদের মাঝে তাফসির বিতরণ করেন -আল্লার দান ফি সাবিল্লািহ ফাউন্ডেশনের মহা-পরিচালক আব্দুল আলিম সবুজ
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন - খায়রুল আনম সেলিম ( সাবেক চেয়ারম্যান ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শামসুল আলম বাহার,(ইউপি সদস্য ৫ ওয়ার্ড ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন)মোঃখলিল মেম্বার ( ইউপি সদস্য ৮নং ওয়ার্ড মোহাম্মদপুর ইউনিয়ন)
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মাও.মহিব উল্যাহ , মাও ইদ্রিস, ডা. নুর উদ্দীন সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন -মাদ্রাসার প্রতিষ্ঠান পরিচালক - মাও.ছানাউল্যাহ নুরী। ইফতার মাহফিলেও প্রায় শতাধিক মানুষকে ইফতারি করানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]