ডিবি পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার এক মাদক কারবারি
মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ১১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত তাজ শরীফ(৩৬) বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শাসন গ্রামের মৃত বাদশা শরীফের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল(বুধবার) রাতে ডিবির পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চর বল্লাহাটী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। এছাড়া খুলনা জেলার তেরখাদা থানায় তার নামে একটি মাদক মামলা রয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।