যশোরে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুকুমার দাসের প্রতি জেলা পুলিশ যশোরের শ্রদ্ধাঞ্জলি অর্পন
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
আজ ১৩ এপ্রিল ২০২৩খ্রিঃ সকাল ১০,৩০ সময় মুন্সি মেহেরুল্লাহ্ মাঠে(টাউন হল ময়দান) বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাসের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
এ সময় যশোর জেলা পুলিশের পক্ষ হতে অধ্যাপক সুকুমার দাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
যশোরের সাংস্কৃতিক অঙ্গন বিকাশের ক্ষেত্রে সুকুমার দাস অবিস্মরণীয় অবদান রেখেছেন। তিনি একজন মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আপাদমস্তক অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন। যশোরের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি সুকুমার দাসের অকাল প্রয়ানে শুধু যশোরের সাংস্কৃতিক অঙ্গন নয়, গোটা দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরনীয় ক্ষতি হয়েছে।
আমরা তার বিদেহী আত্মার অপার শান্তি ও সদগতি কামনা করচ্ছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্) যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।