জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব, বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুরঃ
১৩ এপ্রিল বৃহস্পতিবার জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব, বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটি ইফতার মাহফিল রংপুরের শাপলা চত্বরের মিলান রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কণ্ঠশিল্পী অন্তর রহমান, উপদেষ্ঠা সাংবাদিক আবু নাসের তুহিন, স্যাডোর নির্বাহী পরিচালক খন্দকার সরোয়ার, হোসেন, উপদেষ্টা খোরশেদ আলম, কবি শোয়েব দুলাল ও আসহাদুজ্জামান মিলন এবং বাঁধনের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বকসি সুইট। আরো উপস্থিত ছিলেন সভাপতি জিনাত জাকিয়াতুর রায়হান মলি, সহ সভাপতি সানু তাসমিন, সাধারণ সম্পাদক আহসান হাবিব মানিক অন্যান্য কয়েকজন। কৃতজ্ঞতায় জাগ্রত ব্যবসায়ী জনতার সম্মানিত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম, ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রসিডেন্ট আঞ্জুমান আরা ডলি ও বিভাগীয় প্রসিডেন্ট সান্তনা আক্তার নুরী ও রংপুর জেলা সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকী।