বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সৈয়দ শাহরিয়ার আশিক, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল-২০২৩) বিকেলে দ্বি-মূখী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে
শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহাদাত জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, সম্পাদক হাসনাহেনা চৌধুরী হীরা।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উথরাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শশরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ আইনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর বারি, যুগ্ম সম্পাদক ও শশরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হুমায়ূন কবির আনাফ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা বিএনপির নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়াসহ দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]