মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
আল আমিন বিন আমজাদ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট সৈয়দপুর গ্রামে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডা: সোলাইমান মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা,মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদিলাহাট সৈয়দপুর গ্রামের প্রায় দুই শতাধিক অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এ বিষয়ে ডঃ সোলায়মান মন্ডল জানান মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন সর্বদা গরিব সাহেব মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
তিনি উপস্থিত অতিথিগণকে ধন্যবাদ জানান, এবং ঈদ উপহার বিতরণ এর ষার্বিক ব্যবস্থা করার জন্য বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানাকে আন্তরিক ধন্যবাদ জানান।