শিশুকানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও ইফতার মাহফিল
মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার শিশুকানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল-এ চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠান প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর প্রশাসক জননেতা আবু বক্কর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন,অবঃ অধ্যক্ষ পলাশবাড়ী সরকারি কলেজ শাহজান আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন।
এসময় আরোও বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত,সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সুমন,
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
চলতি বছরে বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী-মান পত্র পাঠ শেষে অতিথিরা বিভিন্ন দিক-নির্দেশনামূল বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও সকল শিক্ষার্থীবৃন্দ।