রংপুরে বন্ধন'৯৩ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুর।
১৫ এপ্রিল শনিবার রংপুরের কারমাইকেল কলেজের এইচ এস সি ১৯৯৩ সালের শিক্ষার্থীদের সংগঠন 'বন্ধন'৯৩' এর এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শাপলা চত্বরস্থ মিলান রুফটপ রেস্টুরেন্ট এ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. শরীফুল ইসলাম ননতু। সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মৃত্যু বরন করায় সবার সিদ্ধান্ত অনুযায়ী আসহাদুজ্জামান মিলন কে সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়। দোয়া ও ইফতার মাহফিল এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলমামুন আখতারুজ্জামান, মিজানুর রহমান, জুলফিকার আজাদ রোকন, সাংবাদিক মিজানুর রহমান বিপ্লব, লিপ্টন, সুজন, শাহেনশাহ, জিয়াউর রহমান বকসি সুইট। ইফতার মাহফিলের পূর্বে বন্ধু টিটু ও রাকিবের জন্যে মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]