দিদি নেই ঘরে
নজরুল ইসলাম সাংবাদিক
মা গো আমার দিদি কোথায় আজ
দিদি নেই ঘরে
পিছনে ফিরে দেখি দিদি ডাকে আমায়
পথে বসে থাকি দিদি আসবে বলে
উপারে চলে গেছে দিদি
ছোট বেলার ময়না দিদি কোথায়
হারিয়ে যাওয়া দিদি আসবে বলে
দিদি তুমি নদীর ধারে নিয়ে যেতে
ডিঙ্গি নৌকা চলছে দিদি
দিদি তুমি থেমে যাবে সাগরের কিনারায়
দিদি তোমার নিঃশ্বাস শেষ সেখানে
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]