৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পলাশবাড়ীতে ৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুল মোত্তালেব প্রধানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১৭ এপ্রিল সকালে পলাশবাড়ী থানাধীন বাঁশকাটা মৌজাস্থ ব্র্যাক মোড়ের পূর্বপার্শ্বে রংপুর-টু-ঢাকা মহাসড়কে গাড়ী চেকিং যাত্রীবাহী বেস্ট ওয়ান পরিবহন থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ মঞ্জুয়ারা বেগম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ইসলামপুর তরফদারপাড়া গ্রামের রইছুল আজম খাঁ এর স্ত্রী ও মাহাতাব উদ্দিনের কন্যা বলে জানা যায়।
এ ব্যাপারে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#