ডিমলার টেপাখড়ি বাড়ীতে চাল বিতরণ
মোঃ আব্দুল হামিদ সরকার
নীলফামারী জেলা প্রতিনিধি
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ,এই স্লোগানকে সামনে রেখে ১৭ই এপ্রিল ২০২৩ইং
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,
নীলফামারীর ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে পিছিয়ে পড়াা জনগোস্টির ২৬৪৬টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর খাদ্যশস্য হিসেবে (চাল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃমইনুল হক,চেয়ারম্যান ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ। রমজান আলী সচিব টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ। পিজুস রায়,ট্যাগ অফিসার ডিমলা উপজেলা।মিজানুর রহমান মিজান সহ, সকল ইউপি সদস্য মহিলা সদস্য গ্রাম পুলিশ সহএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান বলেন যে,চাহিদা অনুযায়ী চালের পরিমাণ অনেক কম,তাই আগামী বিতরণে বাদপরা উপকারভোগীদের সাধ্যমত দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও বলেন যে, ডিমলা উপজেলার মধ্যে সবচেয়ে নদীভাঙ্গন ও অবহেলিত এলাকা হল টেপাখড়িবাড়ী ইউনিয়ন। এখানকার মানুষ ভাঙ্গগড়ার স্বপনো নিয়ে বাসকরে। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া যেকোনো অনুদান আসুকনাকেনো সঠিকভাবে যাচাই বাচাই করে যারা পাওয়ার উপযোগী তাদের মাধ্যমে সমবন্ঠনের চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।বাস্তবায়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়,সহযোগিতায়ঃউপজেলা প্রশাসন ডিমলা নীলফামারী। আয়োজনে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]